সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ান দিবসে কেক খাওয়া প্রতিযোগিতা খুবই জনপ্রিয়। অস্ট্রেলিয়ান দিবস উপলক্ষে দেশটির অনেক জায়গাতেই এ ধরনের কেক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যারা বেশি পরিমাণে কেক, পাই, হট ডগ কিংবা অন্যান্য খাবার সীমিত সময়ের মধ্যে খেতে পারেন তারাই বিজয়ী হন।
২৬ জানুয়ারী অস্ট্রেলিয়ান দিবসকে কেন্দ্র করে আয়োজিত কেক খাওয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার অস্ট্রেলিয়ান দিবসে দেশটির কুইন্সল্যান্ড প্রদেশের হারভে বে শহরের এক হোটেলে কেক খাওয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ঐ নারীর মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, অস্ট্রেলিয়ান দিবস উপলক্ষে হারভে বে’র ‘দ্য বিচ হাউস হোটেলে’ চকলেট আর শুকনো নারকেলে তৈরি সুস্বাদু ‘লামিংটন কেক’ খাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুসারে বলা ছিল, যে ব্যক্তি যত বেশি কেক খেতে পারবেন তিনিই হবেন বিজয়ী।
সূত্র এলবিএন/ ২৭ -জা র/০৩ -বিবিসি