সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
দক্ষিণ আফ্রিকায় পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জের ইব্রাহিম খলিল সোহেল (২৭) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে ফরিদগঞ্জের আরেক প্রবাসী রুবেল হোসেন। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার আফ্রিনটন শহরে এ ঘটনা ঘটে।জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ও বর্তমানে উপজেলা সদরে বসবাসরত গোলাপ সর্দারের ছেলে ইব্রাহিম খলিল সোহেল গত ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
যাওয়ার পর থেকে সোহেলের কাগজপত্র না থাকায় দোকান ক্রয়ের জন্য তার জমানো টাকা পাশের এলাকা চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রুবেল হোসেনের কাছে জমা দেয়। শুক্রবার সকালে দোকান ক্রয়ের জন্য রুবেলের কাছে পাওনা টাকা দাবি করায় কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল হোসেন সোহেলকে ছুরিকাহত করে। পরে স্থানীয় বাংলাদেশিরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।নিহত সোহেলের বাবা গোলাপ সর্দার জানান, সন্তান হত্যার বিচারের দাবি দেশটির সরকারকে জানিয়েছি।