সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সমিতির সদস্যদের মাঝে সাড়ে ৮ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমক প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকার কর্মকান্ড বন্ধ করে দেয়ায় কর্মহীন হয়ে পড়া সমিতির ১৭০ জন সদস্যদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
শনিবার শহরের পুরাতন কাষ্টম রোডস্থ সমিতির কার্যাল থেকে প্রতি সদস্যদের ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি প্রতি সদস্যকে একটি করে মাস্ক প্রদান করা হয়। এসময় সমিতির সভাপতি আব্দুস সত্তার, সহসভাপতি শোয়েব হোসেন, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন, কোষাধক্ষ্য সামছু মিয়া, সদস্য মখলিছ মিয়া, ডালিম মিয়া, ছমরু মিয়া, নিরু বর্ধন প্রমুখ উপস্থিত ছিলেন।##