সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, সৃষ্টির সেরা মানুষ এখন করোনা ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে। ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে দেশের করোনা পরিস্থিতি।
পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে কর্মহীন লক্ষ-লক্ষ মানুষ। দেশের এ সংকটময় সময়ে অসহায় মানুষের সহায়তা জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে দলমতের উর্ধ্বে থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকে বিএনপি। সোমবার ৬ষ্ট দিনে খাদ্য সামগ্রি বিতরণকালে তিনি এসব কথা বলেন। পাশাপাশি সংকটময় সময়ে স্ব-স্ব এলাকার বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে সহায়তা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
ছাতক-দোয়ারার ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমের ৬দিন দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হাসপাতাল মাঠ, নরসিংপুর বাজার সংলগ্ন মাঠসহ বিভিন্ন এলাকায় কর্মহী অসহায় মানুষের মাঝে এবং বাড়ি-বাড়ি গিয়ে নিজে এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন বলে তিনি জানিয়েছেন।
এসময় দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হেলাল মিয়া, যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল ইসলাম, তাইবুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য, উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা লয়লুছ খান, নুর আলী ইমরান, আব্দুল মোতালিব ভুইয়া, যুবদল নেতা এ এস এমন নোমান, আব্দুর আজিজ, মকবুল হোসেন, সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।