সিলেটে আবাসিক হোটেল থেকে পুলিশের সাবেক সদস্যসহ ২ যুবতী আটক

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

সিলেটে আবাসিক হোটেল থেকে পুলিশের সাবেক সদস্যসহ ২ যুবতী আটক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেট নগরীর লালবাজারের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ২ যুবতীকে আটক করা হয়েছে। এসময় পুলিশের সাবেক এক সদস্যকেও আটক করা হয়। রবিবার রাতে লালাবাজারের আলী হোটেল থেকে তাদের আটক করা হয়।

 

জানা গেছে, হোটেল আলী’তে অসামাজিক কাজে লিপ্ত থাকায় স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে তাদের ৩ জনকে আটক করেন। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আটককৃতদের মধ্যে দুই যুবতী ছাড়াও বরখাস্তকৃত এক পুলিশ সদস্য রয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম। সে ঠাকুরগাঁও জেলার সদর থানার রায়পুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। খুলনা ইন্ড্রাস্টিয়াল পুলিশে কর্মরত ছিলেন বলে জানান তিনি। সেখান থেকে ২ বছর আগে তাকে বরখাস্ত করা হয়।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930