সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার প্রায় আর্ধ-শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বিআরডিবি মিলনায়তন প্রাঙ্গনে জেলা ও উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার সোয়াবিন তেল ও ১ টি সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নিখিল পাল, সহ সভাপতি রুনু কান্ত দে, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক শামীম আহমদ মেম্বার, সদস্য জহুর আলী মেম্বার প্রমুখ।