গোলাপগঞ্জ- বিয়ানীবাজা‌রে অসহায়‌দের বা‌ড়ি বা‌ড়ি উপহার পাঠাচ্ছেন মাওলানা রশীদ আহমদ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

 
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
শীত বন্যাসহ যে কো‌নো দু‌র্য‌োগে প‌রিবার‌টি সবসময় অসহ‌ায় মানু‌ষের পা‌শে দাড়ায়। তা‌দের কেউই এখন দে‌শে‌ নেই। যি‌নি সারাক্ষণ মাঠ ঘাট চ‌ষে বেড়ান, থা‌কেন দুর্গত মানু‌ষের পা‌শে তি‌নিও নেই। তবুও এই সংকটময় মুহূ‌র্তে গোলাপগঞ্জ বিয়ানীবাজা‌রের নিম্নআ‌য়ের প‌রিবারগু‌লোর কা‌ছে পে‌ৗ‌ছে দি‌চ্ছেন খাদ্য সহায়তা।
বি‌দে‌শের মা‌টি‌তে অবস্থান ক‌রেও চলমান সংক‌টে অসহায় মানু‌ষের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছেন। ঘ‌রে ঘ‌রে পৌ‌ছে দি‌চ্ছেন খাদ্য সামগ্রী। বল‌ছিলাম গোলাপগঞ্জ উপ‌জেলার ফুলবা‌ড়ি ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান, মরহুম আলহ্বাজ মাহমুদ হুসাই‌নের প‌রিবা‌রের কথা, বল‌ছিলাম তার সু‌যোগ্য পুত্র ‌সি‌লেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবি ফোরামের সহ-সভাপতি জননেতা এড. মাওলানা রশীদ আহম‌দের কথা। যার পক্ষ থে‌কে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজা‌রের করোনাব‌ন্দি নিম্নআ‌য়ের মানু‌ষের বা‌ড়ি বা‌ড়ি পৌ‌ছে দেয়া হ‌য়ে‌ছে উপহারস্বরুপ খাদ্য সামগ্রী। বলা হ‌য়ে‌ছে এ দূ‌র্য‌োগে তারা একা নন।
তা‌দের পা‌শে আ‌ছেন এড. মাওলানা রশীদ আহমদ। বুধবার ২২ এ‌প্রিল ফুলবা‌ড়ি ইউ‌নিয়‌নের হাজীপুর বায়তুল মাহমুদ থে‌কে ত্রাণ বিতরণ কার্যক্র‌মের উ‌দ্ব‌োধনকা‌লে বক্তারা এ ঘোষণা দেন। খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধনকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মামুনুর রশিদ মামুন, সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দলের সহ সভাপতি মোঃ সফি খান। এ সময় বক্তারা বলেন এডভোকেট মাওলানা রশিদ আহমদের পক্ষ থেকে প্রথম ধাপে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার ৮শত ঘরবন্দি কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল ডাল তৈলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরো ২৩শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলে জানানো হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আতা, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক বেলাল আহমদ, পৌর যুবদলের সভাপতি এনামুল হক. পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031