সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৬৩৮ জনের। এর আগে, গত বুধবার ৩টা পর্যন্ত মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল ৭৫৯ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৮ হাজার ৭৩৮ জনে।
এদিকে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৩ জন, গতকাল বুধবার ছিল ৪ হাজার ৪৫১ জন। আর মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩০১ জন, সোমবার ৪ হাজার ৬৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫১৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৮, ওয়েলসে ১৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ২২ জন।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে, বুধবার মৃত্যুবরণ করেছিলেন ৭৫৯, মঙ্গলবার ৬৬৫ জন, সোমবার মৃত্যু হয়েছে ৪৪৯ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৮ জন।