সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থিত হাকালুকি হাওরে বোরো ধান কাটায় নিয়োজিত প্রায় ৫শতাধিক শ্রমিককে খাবার খাইয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক। ধানকাটার কাজে শ্রমিকদের উৎসাহ যোগাতে নিজের বেতনের টাকায় তিনি এ উদ্যোগ নেন। গত কয়েকদিন ধরে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকারপাশ ঘেঁষে হাকালুকি হাওরে বৃষ্টি উপেক্ষা করে বোরো ধান কাটছেন কৃষি শ্রমিকরা।
শ্রমিকদের অনেকেই সকাল বেলা শুধু চা বিস্কিট খেয়ে কাজে আসেন এবং সন্ধ্যা অবধি কাজ করেন। সারাদিন তারা আর কোন খাবার খেতে পারেন না। বিষয়টি উপলব্ধি করে শনিবার হাওরের প্রায় ৫শতাধিক শ্রমিককে খিঁচুড়ি ও ডিম দিয়ে দুপুরের খাবার দিয়েছেন ইউএনও।
হাওরপারের রাস্তার দুই পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে-বসে খাবার খেয়েছেন তারা। এসময় শ্রমিকদের সাথে ইউএনও নিজেও দুপুরের খাবার খেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফারুক, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সদস্য জমির উদ্দিন।
শ্রমিকরা জানান, কৃষকরা কিছুটা সুবিধা পেলেও শ্রমিকরা মজুরি ছাড়া কিছুই পায় না। ইউএনও স্যার আমাদের খাওয়ালেন, যা এর আগে কেউ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, ধানকাটার কাজে শ্রমিকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছি। এরকম এরকম একটা কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণও দেয়া হবে। শ্রমিকদের তালিকা তৈরি করা হচ্ছে। এ মাসের মধ্যেই হাওরের সব ধান কৃষকদের ঘরে উঠে যাবে বলে আশা করছি।