সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত চারজনের মধ্যে ৩জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তিনজনকে আইসোলেশনে নিয়ে হাসপাতাল লকডাউন করা হয়েছে। তিনদিনের মধ্যে হাসপাতালের কর্তব্যরত সবার নমুনা সংগ্রহ করে রেজাল্ট আসার পর লকডাউন খুলে দেওয়া হবে বলে জানা যায়।
আরও জানা যায়,সোমবার(২৭,০৪,২০২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজে ১৮০জনের করোনা পরীক্ষায় ১৩জনের শরীরে ধরা পড়ে কোভিড-১৯। আর সিলেট বিভাগের দুইজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। আক্রান্ত ১৩জনের মধ্যে হবিগঞ্জ কিংবা মৌলভীবাজার জেলার কেউ নন। সিলেট ও সুনামগঞ্জ জেলার সবাই। তবে সুনামগঞ্জ জেলার রোগী বেশী রয়েছেন বলে জানিয়েছেন সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।নতুন করে ১১জন করোনায় আক্রান্ত হয়েছে তারা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার ৪জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণসুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১জন বলে জানাগেছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ সামছ উদ্দিন ১১জন আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও সুনামগঞ্জে ১৪জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন,যার মধ্যেসুনামগঞ্জ সদর উপজেলায় ২জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২জন,শাল্লা উপজেলায় ৩জন, জামালগঞ্জ উপজেলায় ২জন,জগন্নাথপুর উপজেলায় ২জন, ছাতক উপজেলায় ২ জনএবং দিরাই উপজেলায় ১জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। নতুন করআক্রান্ত ১১জন হওয়ায় সংখ্যা দাড়াল ২৫জনে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন বলেন,২৭এপ্রিল সুনামগঞ্জে ১১জনেরকরোনা শণাক্ত হয়। এর মধ্যে বিশ্বম্ভরপুরে চারজন। তিনজন হাসপাতালেরস্বাস্থ্যকর্মী। এ কারণে হাসপাতাললকডাউন করে সবার নমুনা সংগ্রহের উদ্যোগনেওয়া হয়েছে। তিনদিনের মধ্যেই নমুনা সংগ্রহ করে পরবর্তীতে লকডাউন তুলেনে ওয়া হবে।