যুক্তরাজ্যে করোনায় এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

যুক্তরাজ্যে করোনায় এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে সহোদর দুই ভাই মৃত্যুবরণ করেছেন। তারা নিজেস্ব একটি নিউজ এজেন্ট সপের মালিক ছিলেন। তিন সপ্তাহ আগে তাদের পিতাও মৃত্যুবরণ করেছেন। নিহত দুই ভাইয়ের একজনের নাম গোলাম আব্বাস ৫৯, অপর ভাইয়ের নাম রেজা গোলাম ৫৩। তারা উভয়ই রয়েল জয়েন্ট হাসপিটালের আইসিইউতে ছিলেন। গত ২২ এপ্রিল তাদের মৃত্যু হয়। এর তিন সপ্তাহ পূর্বে তাদের পিতা গোলাম মোহাম্মদ মৃত্যুবরণ করেন।

 

বিবিসি জানিয়েছে, গত ২০ বছর যাবত নিউপোর্টের অ্যাভনমাউতের নিজেস্ব নিউজ এজেন্ট সপ পরিচালনা করে আসছিলেন। তাদের উভয়কেই সেন্ট উলোস কবরস্থানে পিতার কবরের পাশাপাশি দাফন করা হয়েছে। এসময় পরিবারের কিছু সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

 

গোলাম আব্বাসের মেয়ে রুখসার আব্বাস জানান, আমি বুঝতে পারিনি আমাদের পরিবার কমিউনিটিতে কত সুপরিচিত ছিল। পরিবারের অবদান যে কতটুকু ছিল তা এখন বুঝতে পারছি। কমিউনিটির সবাই সহর্মমিতা জানাচ্ছেন। এমন কি এমপিরা পর্যন্ত। আমরা আমাদের বাবা-চাচা ও দাদার জন্য গর্ববোধ করছি।

উল্লেখ্য, গোলাম মোহাম্মদ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইসলামিক স্যোসাইটি অফ ওয়েলস মস্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30