সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। টানা ৪০দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ধীরেধীরে এগুচ্ছে দেশটির সেনাবাহিনী
টানা ৪০দিন যুদ্ধ চালানোর মতো করে অস্ত্রভাণ্ডার সাজিয়ে তোলার কাজ শুরু করেছে ভারত। যুদ্ধ লাগলে প্রাথমিকভাবে ১০দিন যুদ্ধ করার মতো রসদ দিয়ে অস্ত্রভাণ্ডারকে সাজিয়ে তোলা হবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার।
সূত্রের খবর, চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। ২০২২-২৩ সালের মধ্যে সেলক্ষ্যেই পৌঁছাতে চাইছে দেশটির সেনাবাহিনী।
সূত্র আরও জানায়, যেসব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা ইতোমধ্যেই পূরণ করা হয়েছে। টানা ৪০দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ধীরেধীরে এগুনো হবে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, ভারতের বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোকে আট ধরনের ট্যাঙ্ক-সহ বেশ কিছু অস্ত্র-শস্ত্র বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে এই অস্ত্র তৈরি করা হবে। অস্ত্রের গুণগত মান ও কর্মক্ষমতা বাড়াতে দেশটির ৪১টি অর্ডন্যান্স ফ্যাক্টরির সঙ্গেও কাজ শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।