সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যান ট্রাস্ট বার্মিংহাম ইউ কে এর পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে ঘরবন্ধি অসহায় ২৪০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বালাগঞ্জ ও ওসমানীনগর দুই উপজেলায় পৃথক ভাবে এান বিতরণ করা হয়েছে।
ওসমানীনগর উপজেলায় পরিষদের সামনে ত্রাণ বিতরণে উপস্হিত ছিলেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, বলাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যান ট্রাস্ট এর প্রধান উপদেষ্টা মিছবাহর রহমান মিছবাহ, আব্দুল্লাহ মিছবাহ,আকিক চৌধুরী, শিপলু আহমদ ।

বালাগঞ্জ উপজেলা পরিষদের সামনে ত্রাণ বিতরণে উপস্থিত বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু সিংহ বালাগঞ্জ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মতিন মিয়া বালাগনজ ওসমানীনগর গরীব কল্যান ট্রাস্ট এর উপদেস্টা মিছবাউর রহমান মিছবাহ, ছাএনেতা আমির আলী ও তুহিন মনসুর, আকিক চৌধুরী, সামছুল হক লেচু,মোঃ লেবু মিয়া,আজাদ আলী, প্রমুখ।
এতে উপস্হিত নেতৃবৃন্দ ট্রাস্ট এর সভাপতি মওলানা নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক শাহ্ জুলফিকার বদর, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন, কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।