সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
এলবিএন ডেস্ক: চীনে করোনা ভাইরাসে আক্তান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে চীনে ১৩টি প্রদেশে নতুন করে আরো ৪৪০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। খবর আল জাজিরার।
বুধবার করোনা ভাইরাস নিয়ে বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বৈঠকে করোনা ভাইরাসের জন্য বৈশ্বিকভাবে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, চীনের উহান শহরেই গত ডিসেম্বর করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।