বছরজুড়ে বাসায় কর্মীদের কাজ করার অনুমতি দিলো ফেসবুক

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ৮, ২০২০

বছরজুড়ে বাসায় কর্মীদের কাজ করার অনুমতি দিলো ফেসবুক

লন্ডন বাংলা ডেস্কঃঃ
নভেল করোনাভাইরাসের প্রভাবে কার্যত সবকিছুই বন্ধ। তবে ডিজিটাল মাধ্যমের বদৌলতে থেমে নেই কাজ। যতটুকু সম্ভব ঘরে বসেই কাজ চলছে। করোনা মহামারির কারণে চলতি বছর শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের বাসায় থেকে কাজ করার অনুমতি দিয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

 

প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব কর্মীর বাসায় থেকে কাজ করার সুবিধা রয়েছে, তারা চাইলে এ বছরের বাকি সময়জুড়ে ঘরে বসেই কাজ করতে পারবেন। আগামী ৬ জুলাই পর্যন্ত ফেসবুকের সব অফিস বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

 

করোনা সংক্রমণের কারণে গত জানুয়ারিতে কর্মীদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দেয় ফেসবুক। এরপর মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের সিয়াটল অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরের সপ্তাহেই বন্ধ করে দেয়া হয় ফেসবুকের লন্ডন অফিসও।

Spread the love