সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে লন্ডন প্রবাসী আব্দুল আজাদ’র নিজ অর্থায়নে পবিত্র রমজান ও করোনায় ঘরবন্দি অসহায় শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি মসুরি ডাল, ১কেজি চিনি, ১টি সাবান ও ১মার্ক্স বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের সাদকপুরস্থ প্রবাসীর নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান, ছমির উদ্দিন, মানিক ভান্ডারী প্রমুখ।
বিতরণী অনুষ্ঠানে প্রবাসী আব্দুল আজাদ দেশের এই ক্রান্তিকালে ঘরবন্দি অসহায় দরিদ্র ও অনাহারী মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, যাদের অর্থ আছে তাদের উচিৎ এখনই আল্লাহর ওয়াস্তে মানুষের কল্যানে দান করা। এই মহামারি করোনা আক্রান্ত হয়ে আপনিও হয়তো চলে যেতে পারেন এই পৃথিবী ছেড়ে কিন্তু আপনার পাহাড় সম সম্পদ রেখেও ভোগ করতে পারছেন না। তাই আপনার সম্পদ থেকে অসহায় দরিদ্র ক্ষুধার্থ মানুষের পাশে দাড়ান। এই মহামারির শুরু থেকে আমি আমার সাধ্যমতো গরিব অসহায় মানুষের পাশে ক্ষুদ্র আকারে আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।