সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে করোনাভাইরাসে আক্রান্ত পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানকে শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে আজ সোমবার(১৮ মে) শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা.সাকিব আব্দুল্লাহ চৌধুরী, বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তারপর তাঁর বাসা লকডাউন করে তাঁকে বাসায় আইসোলেশনে রাখা হয়।