সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ২১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
জনপ্রিয় ভিডিও চ্যাটিং অ্যাপ জুমের মাধ্যমে এক ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। মৃত্যুদণ্ড দেওয়া ওই আসামির নাম পুনিথান জেনেসান (৩৭)। আগামীকাল শুক্রবার ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
বড় ধরনের মাদক চোরাচালানের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভোয়া)।
প্রতিবেদনে বলা হয়েছে, হেরোইন চোরাচালানের জন্য পুনিথান জেনেসানকে ২০১১ সালে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার জুম অ্যাপে বিচারকাজ শুরু হয়। এ সময় বিচারক প্যানেল এবং আইনজীবীরা স্ব স্ব স্থান থেকে ভিডিও চ্যাটে অংশ নেন
বাদীপক্ষের আইনজীবী পিটার ফার্নান্দো জানিয়েছেন, পুনিথান জেনাসান কারাগারে থাকাকালীন জুম অ্যাপের মাধ্যমে শুনানি হয় এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এই রায়ের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার কর্মকর্তা ফিল রবার্টসন বলেছেন, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজন আসামিকে অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য আদালতে হাজির হওয়ার যে অধিকার তা ক্ষুণ্ণ করে কৌতুকপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে সিঙ্গাপুরের আদালত।