ওসমানীনগরে ইন্সপেক্টর ও ইউএনও অফিসের পরিচ্ছন্নতা কর্মী করোনা আক্রান্ত

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

প্রতিনিধি/ওসমানীনগর::
সিলেটের ওসমানীনগরে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের ৪০ বছর বয়সী একজন ইন্সপেক্টর ও ইউএনও অফিসের ২৬ বছর বয়সী একজন পরিচ্ছন্নতা কর্মী এবার করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন।

 

গতকাল শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে এই দুইজন রিপোর্ট পজেটিভ হয়েছে বলে বার্তা পাঠিয়েছে। ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের ইন্সপেক্টর পরিবার নিয়ে সিলেট শহরে বসবাস করেন এবং প্রতিদিন ওসমানীনগর থানায় সার্কল অফিসের এসে দায়িত্ব পালন করেন। ইউএনও অফিসের পরিচ্ছনতা কর্মী উপজেলার ভার্ড হাসপাতালের পাশে ভাড়া বাসায় থাকেন। তার বাড়ি সুনামগঞ্জের বিস্বম্ভরপুর উপজেলায়। ওসমানীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন এই দুইজন সহ মোট ৯জন আক্রান্ত হলেন।

 

ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব উল্লাহ চৌধুরী ওসমানীনগর সার্কেল অফিসরে এক ইন্সপেক্টর ও ইউএনও অফিসের এক পরিচ্ছন্নতা কর্মী করোনা সনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন । এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) মো. রফিকুল ইসলাম ও ইউএনও মোছা. তাহমিনা আক্তারকে দুজনের ব্যাপারে অবহিত করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930