সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের দিরাইয়ে করোনা মহামারীতে ইমাম-মোয়াজ্জিনদের অনুকূলে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে তিন শতাধিক ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে পাঁচ হাজার টাকা করে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা। এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অবিরাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।
এসময় সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা বলেন,‘ইমাম-মোয়াজ্জিন সমাজের শ্রদ্ধার পাত্র। তারা সমাজের পদ প্রদর্শক। মাননীয় প্রধানমন্ত্রী ইমাম-মোয়াজ্জিনদেরকে শ্রদ্ধা করেন। তাদের কথা চিন্তা করে মানবিক সহয়াতার উপহার পাঠিয়েছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য দোয়া করবেন।