সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/মৌলভীবাজার ::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল পত্রিকা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ১০টি প্রাথমিক বিদ্যালযের অংশ গ্রহনে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এ উৎসব ও প্রতিযোগিতা হয়েছে।
আরডিআরএস এর প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদারের সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ আজাদ মান্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দীন, প্রভাষক রাবয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী।
এছাড়াও সিনিয়র শিক্ষিকা মধুমিতা দেশমূখ্য, বীরেন্দ্র চন্দ, সালমান আলী, ফেরদৌস আরা ও সমরেন্দু সেনগুপ্ত বুলবুল উপস্তিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেয়াল পত্রিকার বিজয়ী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।