সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জে জেলা সদরসহ সাত উপজেলায় এক দিনেই নতুন করে আরোও ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার রাত অবধি এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫ জন। শনিবার রাতে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা সদরে ৩৪, শিল্পনগরী ও প্রবাসী অধ্যুষিত ছাতকে ৩০ , হাওরাঞ্চল ও সীমান্ত জনপদ তাহিরপুরে ২ জন, হাওরাঞ্চল জামালগঞ্জে ১৮ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৪, বিশ্বম্ভরপুরে ২ এবং হাওর উপজেলা শাল্লায় ০১ জন সহ ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী গত ২৪ ঘণ্টা পুর্বেও ছিল ৪৩৩ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ায় ৫২৫ জন । নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা শহরের নতুনপাড়া আবাসিক এলাকার একই পরিবারের ৭ জন রয়েছেন। ওই পরিবারের এক ব্যক্তি প্রথমে করোনা আক্রান্ত হন। পরবর্তীতে পরিবারের আরোও ৬ সদস্য আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে।
এছাড়া জেলা শহরের আরপিননগর আবাসিক এলাকার অপর একটি পরিবারের ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন, করেনা উপসর্গে মারা গেছেন অপর এক ব্যবসায়ী।
জানা গেছে, শনিবার ঢাকা ও সিলেটের ল্যাবে পৃথকভাবে এ জেলার ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৯২ জন করোনা পজেটিভ শনাক্ত হন। আসে।
শনিবার রাতে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় দপ্তর জানায়, সিলেটে নমুনা পরীক্ষায় বিলম্বিত হওয়ার কারনে সিলেট বিভাগের বেশকিছু নমুনা ঢাকায় প্রেরণ করা হলে সেখান থেকে সুনামগঞ্জের ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা শনাক্ত হয়। অপরদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পিসিআর ল্যাবে পৃথকভাবে আরোও ২০৩জনের নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে ৬১ জন করোনা শনাক্ত হন।
শনিবার রাতে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, শনিবার সুনামগঞ্জ জেলা সদর সহ জেলার সাত উপজেলায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।