সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ বুধবার সকালে গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস আজ বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।’
সভায় অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।