সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বেরিয়ে যাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গাড়ি বহর সামান্য দূর্ঘটনার শিকার হয় ।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে , প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে এক প্রতিবাদকারী ছুটে আসলে গাড়িটি হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এর চালক । এতে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে নিরাপত্তায় নিয়োজিত এসকটিং গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় । ফলে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয় ।
এদিকে ১০ নম্বর ডাউনিং স্টীট জানিয়েছে ,প্রধানমন্ত্রী বরিস জনসন দূর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এবং তিনি অক্ষত আছেন । এছাড়া পুলিশ জানিয়েছে ,তারা বিক্ষোভকারীকে আটক করেছে ।