অস্ট্রেলিয়ায় গোলাপি বল-এ টেস্ট কঠিন হবে

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

স্পোর্টস ডেস্কঃঃ

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ঐ সফরে চার টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরমধ্যে একটি দিবা-রাত্রির টেস্টও আছে। অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে টেস্ট খেলা কঠিন হবে বলে মনে করেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা সব সময়ই কঠিন। এর মধ্যে গোলাপি বলে টেস্ট খেলা আরও কঠিন। তাই এ টেস্টটি আমাদের চ্যালেঞ্জের হবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি বিশ্ব ক্রিকেট । তাই পরিবারকে সময় দেয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। রোহিতও এর ব্যতিক্রম নয়। ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আগামী অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলেন রোহিত। এক ক্রিকেট ভক্ত অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে টেস্ট ম্যাচের ব্যাপারে জানতে চান। ঐ টেস্টকে ঘিরে পরিকল্পনা বা চিন্তা-ভাবনা কেমন?

 

উত্তরে রোহিত বলেন, নিশ্চিতভাবেই গোলাটি বলের ঐ টেস্টটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হতে চলেছে। অস্ট্রেলিয়া গোলাপি বলে খুবই অভিজ্ঞ দল। তারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলাপি বলে টেস্ট খেলেছে। সবগুলোই জিতেছে। তাই ঐ টেস্টটি আমাদের জন্য কঠিন হবে। আমাদের বড় ধরনের পরীক্ষায় পড়তে হবে।

 

২০১৩ সালে টেস্টে অভিষেক হলেও, গত দু’বছর ধরে বড় ফরম্যাটের দলে পাকাপোক্ত আছেন রোহিত। ওয়ানডে-টি২০তে যেমন পারফরমেন্স, টেস্টে তেমনটা ছিলো না তার। তবে ওপেনার হিসেবে খেলতে নেমে নিজের রূপ দেখিয়েছেন রোহিত। ওপেনার হিসেবে পাঁচ টেস্টে ৯২ দশমিক ৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে তিনটি।

 

তাই অস্ট্রেলিয়া সফরে ওপেনার হিসেবে বড় দায়িত্ব রোহিতের কাঁধে। তিনি বলেন, অস্ট্রেলিয়া সফর নিয়ে এখনো ভাবছি না। কারণ করোনাভাইরাসের কারণে ক্রিকেট থেকে দূরে আছি। তবে খেলার সুযোগ পেলে সেখানেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। দলের প্রয়োজনে যা করতে হবে তাই করবো।

 

সূচি অনুযায়ী ব্রিসবেনে ৩ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু করবে ভারত-অস্ট্রেলিয়া। ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে গোলাপি বল’এ। ২৬ ডিসেম্বর মেলবোর্নে তৃতীয় ও ৩ জানুয়ারি সিডনিতে হবে চতুর্থ টেস্ট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930