সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রনি শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গোপালগঞ্জের সদর আজ (৩০ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরো ১০/১৫ জন।
নিহত রনি ওই এলাকার আনোয়ার শেখের ছেলে। বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল রনির । গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শেখ ও মোল্লা বংশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। এর জের ধরে আজ বৃহস্পতিবার সকালে রহিম মোল্লাকে চড় মারেন নতুন শেখ। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ রনি ঘটনাস্থলেই মারা যায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অধিপত্য বিস্তার নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সকালে দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ গুলি ছোড়লে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় রনি।
সূত্র- এলবিএন/ ৩০ জা/র-০৩ ইত্তেফাক/