প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ালো সৌদি

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ালো সৌদি

 

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবে বসবাসরত এবং দেশে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্য আবারও বিনামূল্যে আকামা ও ছুটির মেয়াদ তিন মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গত রবিবার এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

 

প্রতিবেদনে বলা হয়, প্রবাসীসহ সৌদিতে প্রবেশ-বহির্গমনের নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও আকামার মেয়াদ কোনো ধরনের ফি ছাড়াই তিন মাস বাড়ানো হবে। এদিকে, করোনা ভাইরাস সংক্রমণের আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে দেশটির বাইরে যাওয়া সেসব প্রবাসী লকডাউনের কারণে সময়মতো সৌদিতে ফিরতে পারছেন না, তারাও সৌদি বাদশাহর নির্দেশে এ সুযোগসুবিধা পাবেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংকটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতিতে সরকারের নেওয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে আকামা ও ছুটির মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

Spread the love