যুক্তরাজ্যে বেতন বাড়ছে ৯ লাখ কর্মীর

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

যুক্তরাজ্যে বেতন বাড়ছে ৯ লাখ কর্মীর

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের জন্য বেতন বাড়ানো হবে যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ কর্মীর, যারা পাবলিক সার্ভিসে কাজ করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ৯ লাখ কর্মীর মধ্যে রয়েছে শিক্ষক, চিকিৎসক ও পুলিশ। থেকে যাওয়া বাজেটের অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেওয়া হবে।

 

চ্যান্সেলর বলছেন, করোনাভাইরাসের এই সময়টায় তারা যে কাজ করেছেন, সেটার কোনো তুলনা হয় না। শিক্ষক ও চিকিৎসকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের, যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন।

 

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন।

Spread the love