সিলেট ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
জেলা প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজার জেলায় বড়লেখা উপজেলার গাংকুল গ্রামে একটি খড়ের গাদা আগুনে পুড়ে গেছে। শনিবার দুপুরে উপজেলার গাংকুল গ্রামে আব্দুস সাত্তারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশে থাকা টিনশেডের একটি ঘর বড়ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এসময় কেউ আহত হয়নি।
বড়লেখা ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে বলেন, শিশুরা খেলা করার সময় খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশের একটি ঘর বড়ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।