সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
লেবাননের বৈরুতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে অন্তত তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বৈরুতের বাংলাদেশ দূতাবাস দুই বাংলাদেশির পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনও এ তথ্য নিশ্চিত করে বলেন, তিন বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে এখন পর্যন্ত। বিস্ফোরণের ঘটনায় মৃত একজনের নাম মেহেদি হাসান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। আরেকজনের নাম মিজান, তার বাড়ি মাদারীপুরে। তারা দুজনই বৈরুতে বৈধভাবে কাজ করছিলেন।
মামুন আরও বলেন, ‘এ ছাড়া বিস্ফোরণে ৫৯ জন প্রবাসী বাংলাদেশির আহত হওয়ার তথ্য জানা গেছে। দুটি হাসপাতাল থেকে এই তথ্য জেনেছি। অন্য হাসপাতালগুলোয় যোগাযোগ করছি। এমন অনেক আহত বাংলাদেশি রয়েছেন যারা হাসপাতালে ভর্তি হননি। তাদের সংখ্যা নিশ্চিত নয়।’ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা জানতে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
বিস্ফোরণের সময়ের বর্ণনা দিতে গিয়ে বাবু সাহা বলেন, ‘মঙ্গলবার বিস্ফোরণের সময়টাতে বাসার পাশের পার্কিংয়ে বসে ছিলাম। হঠাৎ ভূমিকম্পের মতো কিছু একটা ঘটেছে বলে মনে হলো। উঠে দাঁড়ানোর পর মনে হলো, ভূমিকম্প শুরু হয়েছে। আমি কোন দিকে যাব, ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম ভবনের কাচ ভেঙে পড়ছে। মিনিট দশেক পরে আকাশে দেখতে পেলাম ধোঁয়ার কুণ্ডলী।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, সেখানে আরও বাংলাদেশি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এর আগে আন্তঃবাহিনী যোগাযোগ জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, বৈরুত বন্দরের কাছে হওয়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত ২১ জন সদস্য আহত হয়েছেন।