সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস প্রথমবারের মতো শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করছেন । ‘প্রাচীর পেরিয়ে’ নামক ছবিতে তিনি শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করছেন । ছবিটি পরিচালনা করছেন শাহনূর খান রিপন। এতে একটি স্কুলের ক্রীড়া শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন ফেরদৌস।
মূলত ফেরদৌস এবং পাঁচজন শিশুর বিপদে ধৈর্য ধারণ করে বিপদ মোকাবেলা করার গল্প নিয়েই এগিয়ে যাবে ‘প্রাচীর পেরিয়ে’ সিনেমার গল্প। ছবিতে শিশুশিল্পী হিসেবে সামির খান, নাবিল, জারা, অর্পা ও ইয়াসিফ অভিনয় করবে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘গল্প শোনার পর কাজটি করতে আমার আগ্রহ জন্মে। কারণ আমি মনে করি ছোট ছোট শিশুদের সঙ্গে অভিনয় করাটা আমার জন্য হবে নতুন এক পৃথিবী দেখার মতো। নতুন অভিজ্ঞতা হবে আমার। তাছাড়া এদেশে শিশুতোষ চলচ্চিত্র খুব কমই নির্মিত হয়। আমিও একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে একধাপ এগিয়ে এলাম।
২০ জানুয়ারি থেকে টানা বেশ কয়েকদিন এফডিসি, মানিকগঞ্জ, কক্সবাজার ও বান্দরবানে ছবির শুটিং চলছে। এ ছবি ছাড়াও ফের দুই বাংলায় কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস