মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে খুনের হুমকি!

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে খুনের হুমকি!

লন্ডন বাংলা ডেস্ক::

 

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসকে গত দুদিন ধরে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে একটি চক্র। গত কয়েকদিন ধরে মুঠোফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হুমকি দিচ্ছেন।

এলাকার মাদক ব্যবসা ও সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জড়িত অপরাধীরাই এ কাজ করে যাচ্ছে। সর্বশেষ বুধবার মধ্যরাতে একটি ইন্টারনেট নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয় ওসি দিদারুলকে। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওসি। জিডির কপির সঙ্গে তিনি নম্বরগুলো দিয়েছেন। পুলিশ এসব হুমকিদাতাদের শনাক্ত করতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

জিডিতে ওসি উল্লেখ করেন, হুমকি দেয়ার সময় মোবাইলের স্ক্রিনে সিঙ্গাপুর ভেসে ওঠে। যিনি মোবাইল করেছেন তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন- ‘খেয়ে দেয়ে নাও। তোমাকে আর বেশি দিন বাঁচতে দেয়া হবে না।’

স্থানীয় ক্রিমিনালরাই মূলত এ কাজ করছে বলে ধারণা করছেন ওসি দিদারুল ফেরদৌস। তিনি জানান, আগের দিনও তাকে অজ্ঞাত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ওসি জানান, তার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও তাকে প্রাণে মারার হুমকি কেন দেয়া হচ্ছে তার জানা নেই।

ওসির দেওয়া কললিস্ট থেকে দেখা যায়, পাঁচটি কাস্টমাইজড ফোন নম্বর থেকে বিকল্প পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সময় এ কলগুলো দেওয়া হয় ওসির সরকারি নম্বরে।

দিদারুল ফেরদৌস সম্প্রতি ওসি হিসেবে মহেশখালী থানায় যোগ দেন। এরপরই গত এক মাসের মধ্যে পুলিশ অন্তত ৮৬ জনকে গ্রেপ্তার করে। তাছাড়া অস্ত্র ও মাদক সংক্রান্তসহ ৪৩টি মামলা হয়েছে থানায়। পাঁচটি মদের কারখানায় অভিযান ও এই সময়ের মধ্যে কয়েক হাজার পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31