৬ সেপ্টেম্বর বসছে সংসদের নবম অধিবেশন

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

৬ সেপ্টেম্বর বসছে সংসদের নবম অধিবেশন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে আগামী ৬ সেপ্টেম্বর। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

 

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসানোর বাধ্যবাধকতা আছে। গত ৯ জুলাই এ বছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত বাজেট অধিবেশন ছিল খুবই সংক্ষিপ্ত।

 

করোনার সংক্রমণ অব্যাহত থাকলে আসন্ন অধিবেশনও এক-দুই দিনে শেষ করা হবে। অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31