২১ আগস্টের সত্যতা বিকৃত করার চেষ্টা করছে বিএনপি: সেতুমন্ত্রী

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

২১ আগস্টের সত্যতা বিকৃত করার চেষ্টা করছে বিএনপি: সেতুমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার সত্যতা বিকৃত করার চেষ্টা করছে বিএনপি। এটা দিবালোকের মত সত্যি, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতায় সেদিন রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিত ভাবে ব্যবহার করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। শনিবার সকালে সড়ক ও জনপথ ভবনে রাজশাহী জোনের উন্নয়ন প্রকল্প সমুহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সড়কের সার্বিক উন্নয়নে কর্মকর্তাদের পর্যবেক্ষণ ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে। সড়কের উন্নয়নে বর্ষা শেষ হওয়ার আগেই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করতে হবে। করোনার কারণে যেসব কাজের গতি থমকে গেছে, সেগুলোতে গতি আনারও নির্দেশ দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেন, করোনা খুব দ্রুতই দেশ থেকে চলে যাচ্ছে এমন মনে করার কারণ নেই। যে কোনো সময় দেশে করোনা পরিস্থিতির অবনতি কিংবা দ্বিতীয় ওয়েভ শুরু হতে পারে। আর স্বাস্থ্যবিধির প্রতি যেভাবে অবহেলা প্রদর্শন করা হচ্ছে, তাতে বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Spread the love