ঢাকায় অপহরণ, ৩দিন পর হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে উদ্ধার

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

ঢাকায় অপহরণ, ৩দিন পর হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে উদ্ধার
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
ঢাকা থেকে অপহরণ হওয়ার ৩দিন পর হবিগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ২ অপহরণকারীকে আটক করে পুলিশ।  শুক্রবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। এর পূর্বে গত বুধবার রাতে অভিযান চালিয়ে শহরের সিনেমা হল রোড এলাকার আবাসিক হোটেল ‘পলাশ’ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, ঢাকার তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের ক্লিনার আলতাফ হোসেনের মোবাইলের বিকাশ একাউন্টে ১ লাখ টাকা রয়েছে জানতে পেরে তাকে অপহরণের পরিকল্পনা করে পূর্ব পরিচিত শরবত বিক্রেতা মনিরুল ইসলাম।
এতে গত ৩১ আগস্ট আলতাফ হোসেনকে অপহরণ করে হবিগঞ্জ নিয়ে আসে মনিরুলসহ দুই অপহরণকারী। পরে তারা আলতাফ হোসেনের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আলতাফ হোসেনকে না পেয়ে তার পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি র‌্যাবকে অবগত করলে র‌্যাব জানতে পারে তারা হবিগঞ্জ রয়েছে। এ খবর হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে অপহরনকারী ২ জনকে আটক করেন।
Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31