সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
এশিয়ার চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সোমবার দিন শেষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৫ জনে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২০ হাজার ছাড়িয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, যেখান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল সেই হুবেই প্রদেশ সোমবার একদিনে ৬৪ জন এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে। খবর বিবিসির। এ ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ার পর থেকে এক দিনে এত বেশি মৃত্যু ও নতুন রোগীর তথ্য আর আসেনি।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫০ জনের বেশি, যাদের মধ্যে ফিলিপাইনে একজন মারা গেছে।
অন্যদিকে, চীনের শীর্ষ নেতৃত্ব মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তাদের রাষ্ট্রীয় ব্যবস্থপনার ‘স্বল্পতা ও ঘাটতি’র কথা স্বীকার করেছে। দেশটির পলিটব্যুরো স্থায়ী কমিটি বলছে, তাদের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে আরও উন্নতি করতে হবে। একই সঙ্গে দেশটির যে বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই বণ্যপ্রাণী মার্কেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।