সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
গ্রিসের লেসবস দ্বীপে দেশটির বৃহৎ শরণার্থী শিবিরে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বীপটির মরিয়া আবাসিক এলাকার পাশে ওই শরণার্থী শিবিরটির আগুন নেভাতে দমকল বাহিনীর ১০টি ইউনিট কাজ করছে। খবর বিবিসির।
আগুনে শরণার্থী শিবিরটি পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই আহত হয়েছেন, কিন্ত এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মরিয়া আবাসিক এলাকায় ১৩ হাজার মানুষের বসবাস।শরণার্থী শিবিরটিতে ৭০টি দেশের মানুষ আশ্রয় নিয়েছিলেন।
এখানকার ৭০ ভাগ শরণার্থীই আফগানিস্তানের বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লেসবসের ডেপুটি গভর্নর আরিস হাৎজিকমনিনস জানান, আগুনে শরণার্থী শিবিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
শরণার্থীরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের দেশটির মূল ভূখন্ডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে, ইউরোপীয় ইউনিয়ন এখান থেকে ৪০০ অনাথ শিশু-কিশোরকে গ্রিসের মূল ভূখন্ডে প্রবেশের অনুমোতি দিতে দেশটির কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। তাদের ব্যয়ভার ইউরোপীয় ইউনিয়ন বহন করবে বলে জানান ইইউর আবাসন বিষয়ক কমিশনার ইলভা জনসন। শরণার্থীদের বিষয়ে জরুরি সভা ডেকেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকস মিৎসুটাকিস।