বিদ্যা সিনহা মিমের অভিনয়ে ‘পরাণ’

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

বিদ্যা সিনহা মিমের অভিনয়ে ‘পরাণ’

বিনোদন ডেস্কঃঃ

বিদ্যা সিনহা মিমের অভিনয়ে তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ছবিটি সামনে মুক্তি পাবে। সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছবিটির মাধ্যমে অন্য এক মিমকে দর্শকরা এবার বড় পর্দায় দেখতে পাবেন। তারই সামান্য আভাস প্রকাশ পেলো গতকাল এ সিনেমার প্রথম টিজারে।

 

 লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে এ সিনেমার টিজারটি প্রকাশ পায়। যেখানে মাথায় ওড়না, পরনে সাদা পোশাক এবং ছবির দুই নায়ক শরিফুল রাজ ও ইয়াশ রোহানের সঙ্গে বিভিন্ন দৃশ্যে মিমকে ভিন্ন রূপে দেখা গেছে। অভিনেত্রী বলেন, টিজারটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। মফস্বল একটি এলাকার প্রেমের গল্প এটি।

 

শুরুটা প্রেমের হলেও শেষটা বিষাদের। এটি মূলত একটি গল্পনির্ভর সিনেমা। এতে হুট করে দু-চারটি গান ঢুকিয়ে দেয়ার সুযোগ নেই। তবে সিনেমার প্রচারণার অংশ হিসেবে আমরা একটি মজার গান করছি। যাতে আমাকে পার্টি আমেজে দেখা যাবে। ‘পরাণ’ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবির গল্প রচনা করেছেন রায়হান রাফি ও শাহজাহান সৌরভ। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি। এ সিনেমায় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশারসহ অনেকে।

Spread the love