সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন বাংলাদশেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার সকালে ভবনটি উদ্বোধন করেন তিনি।
রোমের ভায়া দেল অ্যান্তারতাইদ এলাকায় ২৩ দশমিক ৯ কাঠা জমির উপর বাংলাদেশ দূতাবানের এ ভবনটি স্থাপিত হয়েছে। দোতলা বেজমেন্টসহ মোট পাঁচতলা বিশিষ্ট চ্যান্সারি ভবন নির্মাণ করেছে বাংলাদেশ দূতাবাস। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের পর দেশটিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রীকে ভবনটি ঘুরিয়ে দেখান। নিজস্ব ভবন নির্মাণের ফলে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও সহজে সেবা পাবেন।