৫০ বছর চেষ্ঠার পর স্লোভেনিয়ার মুসলমানরা শুনতে পাবেন আজানের সুমহান আহ্বান

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

৫০ বছর চেষ্ঠার পর স্লোভেনিয়ার মুসলমানরা শুনতে পাবেন আজানের সুমহান আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ

 

 

ইউরোপের ক্যাথেলিক প্রধান দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে  মসজিদ।  স্লোভেনিয়ায় মুসলিমদের দীর্ঘ দিনের অপেক্ষার ফসলদৃষ্টিনন্দন এ মসজিদটি । ১৯৬০-এর দশকে দেশটি যখন কমিউনিস্ট দেশ যুগোস্লাভিয়ার অংশ ছিল, তখন থেকেই সেখানকার মুসলিমানদের প্রানের দাবি ছিল মসজিদ নির্মাণ। এ অঞ্চলে বসবাসরত মুসলিমরা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মসজিদ নির্মাণে চেষ্টা করে আসছিলেন; কিন্তু দেশীয় বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার কারণে তা নির্মাণ সম্ভব হয়নি।

মুসলমানদের সে চেষ্টা অবশেষে সফলতার মুখ দেখেছে। অর্ধশতাব্দীর প্রতীক্ষার পর তারা মসজিদ নির্মাণের সুযোগ পেয়েছেন। মসজিদটির নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে। মসজিদ না থাকার অজুহাতে স্লোভেনিয়া ২০১৫ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা সেই সময় বলেছিলেন, ‘দেশটিতে মুসলিমদের জন্য কোনো মসজিদ নেই। স্লোভেনিয়ায় তাদের আশ্রয় দিলে তারাই নানা ধরনের সমস্যার মুখোমুখি হবে।স্লোভেনিয়ায় মসজিদ নির্মাণ নিঃসন্দেহে দেশটির মুসলিমদের জন্য সুখবর।

তারা দীর্ঘ দিন ধরে মসজিদের দাবি করে আসছিলেন। যেসব মুসলিম শরণার্থী ইতোমধ্যে দেশটিতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্যও এটি একটি সুসংবাদ। ৫০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হলেও স্লোভেনিয়ায় মসজিদের মিনার থেকে উচ্চারিত হবে আজানের সুমহান আহ্বান। যুগোস্লাভিয়া ভেঙে যেসব রাষ্ট্র গঠন করা হয়েছে, তার মধ্যে স্লোভেনিয়ায়ই মসজিদ নির্মাণ বাকি ছিল। এখন সেই অভাবও দূর হলো।

এলবিএন/০৭-এফ/আ/০৮-০৩

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930