সিলেট ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটে র্যাবের পৃথক অভিযানে পলাতক, সাজাপ্রাপ্ত ও অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। শুক্রবার সিলেট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মোগলাবাজার::
র্যাব জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ -এর একটি দল মোগলাবাজার থানার ত্রিমুখী থেকে পলাতক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম তুতী (৪২) মোগলাবাজারের বনমালীপাড়া গ্রামের মৃত ইব্রাহীম বেগ ইভর মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আশরাফুলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিন সুরমাঃঃ
দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়রি) রাত সাড়ে ৯টায় র্যাব-৯ এর একটি দল এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন নয়া স্টেশন এলাকা থেকে মাদক মামলার ৫ বছরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো. রুমন মিয়া (৪৩) দক্ষিণ সুরমার খোজার খলা-১২১ এর বাসিন্দা নজির মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত রুমনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জঃঃ
থানা এলাকা থেকে বিদেশি রিভলবারসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। র্যাব জানায়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯-এর একটি দল কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ বাজার থেকে ১ টি বিদেশি রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটর সাইকেলও জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জের নতুন বালুচর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আমির হোসেন (২২) এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ধরের পাড় গ্রামের জীতেন্দ্র শর্মার ছেলে অপু শর্মা (২০)। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।