সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
লন্ডন অফিসঃঃ
ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারই তার। তার রয়েছে ২১ টি সন্তান। ৪৪ বছর বয়সী ঐ নারীর নাম সু র্যাডফোর্ড। বর্তমানে তার রয়েছে ২১ টি সন্তান। সু আবারো একটি সুসংবাদ দিলেন তিনি আবারো মা হতে যাচ্ছেন। এবার তিনি ২২ তম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। বয়স ৩০ বছর থেকে ১ বছর পর্যন্ত ২১ সন্তানের মা তিনি । আর এবার তিনি হবেন ২২ তম সন্তানের মা। যদিও সু এবং তার স্বামী নোয়েল ২০১৮ সালে বলেছিলেন যে বনি ( তাদের ছোট সন্তান ) আসার পরে আর কোনও সন্তান নিবেন না।
কিন্তু সেই কথা রাখতে পারলেন না সু ! আবারো আসছে আরো একটি কন্যা সন্তান। তিনি সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন। তাদের অন্য সন্তানেরা হলো – ক্রিস, ৩০, সোফি, ২৫, ক্লো, ২৩, জ্যাক, ২২, ড্যানিয়েল, ২০, লূক, ১৮, মিলি, ১৭, কেটি, ১৬, জেমস, ১৫, এলি, ১৪, অ্যামি, ১৩, জোশ, ১২, ম্যাক্স, ১১, টিলি, ৯, অস্কার, ৭, ক্যাস্পার, ৬, হ্যালি, ৪, ফোবি, ৩, আর্কি ২, এবং বনি, ১ !
তাদের তিনটি নাতি-নাতনিও রয়েছে – যারা সোফির বাচ্চা – ডেইজি, ৬, এপ্রিল, ৪, এবং লিও, ২ বছরের । তারা পরিবারটি এত বড় যে প্রতি সপ্তাহে প্রায় ৩৫০ পাউন্ড খাবারের জন্য ব্যয় করতে হয় , প্রতিদিন ১৮ কেজি কাপড় ধুতে হয় এবং তাদের বাড়িটি তদারকির জন্য দিনে তিন ঘন্টা পরিশ্রম করতে হয়