সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আসামীর ভাই চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিনকে আটক করেন।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারি রোববার জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা কৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আপ্তাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সালদিঘা গ্রামের মৃত আকরম উল্লার ছেলে। এ সময় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় পরে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পৃথক পুলিশ দল অভিযান চালিয়ে আসামীর ভাই চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিনকে আটক করেন। জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।