সিলেটে আসা ৪২ প্রবাসী যে চারটি হোটেলে

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

সিলেটে আসা ৪২ প্রবাসী যে চারটি হোটেলে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সোমবার যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ৪২ প্রবাসী নগরীর নির্ধারিত ১০টির মধ্যে ৪টি হোটেলে উঠেছেন। বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সাড়ে ৪ঘণ্টার দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪টি হোটেলে প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শুরু হয়।বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।

 

 

তিনি জানান, ৪২ জন প্রবাসীর মধ্যে নগরীর দরগাহ গেটস্থ হোটেল হলি গেটে ২৭জন, একই এলাকার স্টার স্পেসিফিকে ৮ জন, জেল রোডস্থ অনুরাগে ৫জন ও আম্বরখানার হোটেল ব্রিটানিয়ায় ২জন।লন্ডন থেকে সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ৪৭জন লন্ডন প্রবাসী। এরমধ্যে এক শিশুসহ ৪২জন সিলেটের।

 

 

ইমিগ্রেশন প্রক্রিয়া ও স্বাস্থ্যপরীক্ষা শেষে সোমবার বিকেল ৩টার দিকে প্রবাসীদের নিয়ে আসা হয় দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে।তবে সে হোটেলে সবাই থাকতে সম্মতি প্রকাশ না করায় বাকি হোটেলগুলোতে অন্যদের রাখা হয়।

Spread the love

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031