সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেলা প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
ছাতকে দূর্বৃত্তদের দেয়া আগুনে দু’টি বসতঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরসহ স্বর্ণালঙ্কার, নগদ টাকা, গবাদিপশু ও আসবাবপত্র পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের সিরাজ মিয়া ও মৃত আব্দুল মছব্বিরের বসতঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বসতঘরে আগুন অনুভব করলে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খরব পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনার আগেই বসতঘর দু’টি মারামালসহ ভস্মিভুত হয়।