সিলেট ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রতিনিধি/নিউইয়র্কঃঃ
আমেরিকার নিউইয়র্কের একাটি পার্কে এক বাংলাদেশি নাগরিক ছিনতায়ের কবলে পরেছেন। শাহাবুদ্দিন (৫৫) নামে প্রবাসীর বাড়ি বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই গ্রামে। তিনি প্রায় ৩ বছর ধরে শাহাবুদ্দিন নিউইয়র্কে তার মেয়ের সঙ্গে বসবাস করছেন। ৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ৭৬ স্ট্রিট ও গ্লিন মোর এভিনিউয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এক কৃষ্ণাঙ্গ বাংলাদেশি শাহাবুদ্দিনের পথ আটকে উপর্যুপরি নাকে মুখে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
গ্লোবাল এয়ার মাল্টি সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীম জানান, ঘর থেকে বের হয়ে সিটি লাইনে আসার জন্য রওয়ানা হন তিনি । এ সময় এক কৃষ্ণাঙ্গ বিপরীত দিক থেকে এসে শাহাবুদ্দিনের পথ আটকে উপর্যুপরি কিল ঘুষি মেরে করে ফোন ও ওয়ালেট নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করে জামাইকা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শাহাবুদ্দিন বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে প্রায়ই দুর্বৃত্তের হামলার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কয়েক বছর অগে ওজনপার্কে পৃথক পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম, ইমাম আকুঞ্জী ও তার সহযোগী নিহত হন। গত বছর আরও এক বাংলাদেশি হামলায় নিহত হন। এ ছাড়াও এর আগে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি ফটোসাংবাদিক নিহত হন। একের পর এক এ ধরনের ঘটনা বন্ধে প্রবাসীরা আইন-শৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেছেন।