সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেলা প্রতিনিধি/ সুনমিগঞ্জঃঃ
ছাতকে প্রাক্তন প্রাদেশিক পরিষদ সদস্য( এমএলএ) মৃত সমছু মিয়া চৌধুরীর সহধর্মিনী রেজিয়া বেগম চৌধুরীর যানাজা শেষে বাগবাড়ী পঞ্চায়েতি কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব শহরের বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে যানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
রেজিয়া বেগম চৌধুরী বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার ভোর ৫টায় সিলেট নগরীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
যানা জায়, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দৈনিক সিলেট মিররের সম্পাদক ফয়সল আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুবুর কাদির শাহী, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ব্যবসায়ী ফারুক আহমদ চৌধুরী, কুতুবুর রহমান চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, সামছুদ্দিন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক সোনাহর আলী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, জয়নাল আবেদীন মহি, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হেলাল মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।