যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৫৭ মধ্যে ২৮ জনই করোনা ‘পজিটিভ’

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৫৭ মধ্যে ২৮ জনই করোনা ‘পজিটিভ’

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাজ্য থেকে  আসা ১৫৭ জন যাত্রীর মধ্যে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ তথ্য পাওয়া গেছে। গত ২১ জানুয়ারি এ যাত্রীরা সিলেটে ফেরেন।জানা গেছে, শহরের বিভিন্ন হোটেলে চার দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন সিলেট ফেরত এসব যাত্রী। গত রোববার তাদের কাছ থেকে নমুনা নেওয়া হয়। গতকাল সোমবার রাতে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের খাদিমনগর ৩১ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে।গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ এ ১৫৭ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

 

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদের চার দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ জন হোটেল নূরজাহানে, পাঁচজন হোটেল ব্রিটানিয়ায়, চারজন হোটেল হলিগেইটে, তিনজন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে ছিলেন। সোমবারও যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন ১৪৩ জন যাত্রী। তাদেরও বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930