সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
নেদারল্যান্ডস সরকার করোনা মহামারি ঠেকাতে নৈশ্য কারফিউ জারি করেছে। তবে এই কারফিউ-এর প্রতিবাদে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় অনেককে গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষোভকারীরা আমস্টারডামসহ তিনটি শহরের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছে।
রবিবার আমস্টারডামের উত্তর-পশ্চিমের শহর উরক থেকে বিক্ষোভ প্রথমে শুরু হয়। সেখানে একদল তরুণ একটি ভাইরাল টেস্টিং সেন্টার ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়। তার কয়েক ঘণ্টা পরেই পুরো আমস্টারডামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় দেশটির ঘোড়সওয়ার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে বিক্ষোভের ঘটনায় পুরো দেশজুড়ে পুলিশ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। কারফিউ ভাঙলে ৯৫ ইউরো করে জরিমানা করা হচ্ছে। প্রায় তিন হাজার ৬০০ জনকে জরিমানা করা হয়েছে। বিক্ষোভ চললেও কারফিউ কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।