সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
আবুল ফয়েজ খান কামাল, ফেঞ্চুগঞ্জঃঃ
চট্টগ্রাম থেকে সিলেট গামী একটি মালবাহী ট্রেনের ৭ টি বগি লাইনচুত্য হয়েছে। বৃহস্পতিবার রাত অানুমানিক ১১.৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেল স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে, বিয়ালীবাজার কায়স্থ গ্রামের গুতিগাওয়ে।তেলবাহী বগি লাইনচুত্য হওয়ার ফলে, রেললাইনের পাশের খাল, জমিতে প্রচুর পরিমাণ তেল ছড়িয়ে আছে।
আশে পাশের লোক জন তেল নিয়ে যাচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে অগ্নি কান্ডের মত দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে মসজিদের মাইকে লোকজনকে নিরাপদ দুরুত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এবিষয়ে মাইজগাঁও রেল স্টেশন মাষ্টার পার্থ তালুকদার বলেন দুর্ঘটনার খবর সাথে সাথে কন্ট্রোল রুমকে জানানো হয়েছে।
সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও রেল স্টেশনে অাটকা পড়ায় জন রোষে পড়েন তিনি। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রাধান প্রকৌশলী আব্দুল আজিজ বলেন কি কারনে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা য়াযনি।তবে ইতিমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েকটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।